Translate

Tuesday, 14 August 2018

সফল হতে গোপন রাখুন ৭ বিষয়

চাণক্য নীতি আজও প্রাসঙ্গিক। আধুনিক বিশ্বের যুগেও চাণক্য নীতি মেনে চললে সাফল্যের দিকে সহজেই এগিয়ে যাওয়া যায়। তবে সফল হতে গেলে জীবনের কয়েকটি বিষয় অন্যদের থেকে গোপন রাখতে হয়।

যেনে নিন সফল হতে হলে কী কী বিষয় গোপন রাখতে হয়-

১. আপনি কত টাকা রোজগার করেন বা আপনার কত টাকা সম্পত্তি, তা কখনোই অন্যদের জানাবেন না।

২. প্রত্যেকের জীবনেই একজন করে গুরু বা পথপ্রদর্শক থাকেন। তিনি আপনাকে কী পরামর্শ দিয়েছেন তা, অন্যকে বলবেন না।


৩. পরিবারে বা আত্মীয়দের সঙ্গে কী চলছে- তা কখনোই বাইরের লোকের কাছে প্রকাশ করবেন না।

৪. ভিক্ষুককে কত টাকা দান করছেন- তা গোপনে রাখুন।


Monday, 13 August 2018

নিজেকে হ্যাকিং থেকে রক্ষা করবেন কীভাবে?

অনলাইন ডেস্ক :  বর্তমানে হ্যাকারের হাত থেকে নিরাপদ নয় কেউই। বিভিন্ন সংস্থা, বিখ্যাত কোনও তারকার সোশ্যাল অ্যাকাউন্ট, এমনকি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটও হ্যাক হওয়ার মতো ঘটনা ঘটছে। কিন্তু হ্যাকিং ঠেকাতে সহজ কিছু পদক্ষেপ নিয়ে হ্যাকিং-এর হাত থেকে বাঁচতে পারেন আপনিও।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন / টু স্টেপ-ভেরিফিকেশন: ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত, সব জায়গাতেই টু-স্টেপ ভেরিফিকেশনের অপশন চালু করতে পারেন আপনি। এই অপশন চালু করা থাকলে প্রতিবার অ্যাকাউন্টে লগ-ইন করার সময়ে আপনার মোবাইলে মেসেজ আকারে একটি কোড আসবে। এছাড়া আপনি লগ ইন করতে পারবেন না। এই অপশন চালু থাকার সুবিধাটি হল, হ্যাকার আপনার পাসওয়ার্ড জেনে ফেললেও আপনার মোবাইলে আসা কোডটি ছাড়া সে অ্যাকাউন্টে ঢুকতে পারবে না।

সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না: অনেকেই একাধিক পাসওয়ার্ড মনে রাখতে পারেন না। কিন্তু তাই বলে সব অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করাটা মোটেই নিরাপদ নয়। এমন করলে খুব সহজেই আপনার অ্যাকাউন্টে হ্যাক করতে পারে হ্যাকাররা।

আপডেট দিতে ভুলবেন না: উইন্ডোজ বা ম্যাক অপারেটিং সিস্টেমে আপডেট নেওয়াটা অনেকেরই অপছন্দ। অনেকেই একে অযথা ‘সময় নষ্ট’ বলে মনে করেন। কিন্তু এসব আপডেট আপনার কম্পিউটারকে সুরক্ষিত রাখতেই সাহায্য করে। তাই সব সময় আপডেটেড রাখুন আপনার কম্পিউটারকে।


সোশ্যাল মিডিয়ায় সাবধান: হ্যাকাররা আপনার সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে পারে। আপনি কত খরচ করছেন, কোথায় খরচ করছেন, কখন দেশের বাইরে থাকবেন, কখন মিটিং-এর জন্য ফোন বন্ধ রাখবেন এ সব তথ্যই তারা ফেসবুক বা টুইটার থেকে সংগ্রহ করতে পারে। হয়তো আপনি কোনও ই-কমার্স সাইট থেকে কোনও পণ্যের ডেলিভারি নেবেন। তারা ওই সংস্থার কর্মচারী হিসেবে আপনাকে ফোন করে আপনাকে বলতে পারে নতুন করে লগ ইন করে ডেলিভারি কনফার্ম করতে হবে। লগ ইন করতে গিয়ে আপনি হয়ত ভুয়া ওয়েবসাইটে নিজের তথ্য দিয়ে ফেললেন। এভাবে তারা আপনার অ্যাকাউন্ট হ্যাক করার সুযোগ পেয়ে যায়। প্রশ্ন হল, আপনি যে ই-কমার্স সাইট থেকে ডেলিভারি নেবেন তারা জানল কী করে? হয়তো ফেসবুকে আপনি এ নিয়ে কথা বলেছিলেন। সুতরাং, এসব বিষয়ে খুব সতর্ক থাকুন।


Sunday, 12 August 2018

সারা দেশে বাস্তবায়নে ব্যবসায়ীরা একমত

সারা দেশে কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশের ওপর ‘এমআরপি নীতিমালা ২০১৮’ এবং ‘ওয়ারেন্টি নীতিমালা ২০১৮’ কার্যকর করার উদ্যোগ নিয়েছে তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি। গতকাল বৃস্পতিবার রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশের সব কম্পিউটার ব্যবসায় খাতের নেতারা তাঁদের মতামত দেন।

সভায় বিসিএসের সভাপতি সুব্রত সরকার বলেন, ‘আমরা চাই ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে আর কোনো ধরনের ভুল-বোঝাবুঝি না হয়। সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) নির্ধারিত হওয়ার কারণে ক্রেতাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। কম্পিউটার পণ্যের গায়ে লাগানো এমআরপি স্টিকারে উল্লেখ করা মূল্যে পণ্য কেনার সুযোগ থাকছে ভোক্তাদের।’

সব কম্পিউটার ব্যবসায়ী মিলে ক্রেতাকে উপযুক্ত সেবা দিলে ব্যবসাও বাড়বে বলে তাঁরা আশা প্রকাশ করেন। সুব্রত সরকার বলেন, সব জায়গায় একই মূল্যে পণ্য বিক্রি হওয়ার কারণে কম্পিউটার এবং এর যন্ত্রাংশের বিক্রি ঢাকার বাইরেও বাড়বে।

যেসব প্রযুক্তি পণ্যে প্রস্তুতকারক প্রতিষ্ঠান আজীবন বা লাইফটাইম ওয়ারেন্টির উল্লেখ করে থাকে, বিসিএসের ওয়ারেন্টি নীতিমালায় সেসব পণ্যের ক্ষেত্রে তিন বছর ওয়ারেন্টি দেওয়ার কথা বলা হয়েছে। এতে কি ক্রেতা বঞ্চিত হবেন না? জবাবে সুব্রত সরকার প্রথম আলোকে বলেন, ‘আসলে আমরা তিন বছর বলছি কারণ অনেক সময় অনেক বিক্রেতা বলে ফেলে পণ্যের উৎপাদন নেই বা শেষ। এমনটা যেন না ঘটে, তাই আমরা বলছি তিন বছর দিতেই হবে।’

বরিশাল থেকে আসা বিসিএসের শাখা কমিটির উপদেষ্টা রইস উদ্দিন বলেন, ‘আসলে আমাদের এমআরপি ও ওয়ারেন্টি নীতিমালার আন্দোলনটি অনেক দিনের। আমরা আগে এমআরপির ক্ষেত্রে যে যার মতো দাম ধরে দিতাম। আর এর জন্য বাজারে ক্রেতারা বেশির ভাগ ক্ষেত্রে বিরক্ত হতো। এখন থেকে সেটি আর হবে না। একই দামে ক্রেতারা তাঁদের কম্পিউটার পণ্যটি কিনতে পারবেন। আর বিসিএসের এমন উদ্যোগে আমরা ব্যবসায়ীরা খুশি।’

পেজ চালানোর নতুন নিয়মকানুন বেঁধে দিচ্ছে ফেসবুক

ফেসবুক পেজ চালানোর ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য নতুন ফিচার ঘোষণা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার ফেসবুক নতুন এ ফিচারের ঘোষণা দেয়। নতুন ফিচারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘পেজেস পাবলিশিং অথোরাইজেশন’ বা পেজ প্রকাশের অনুমোদনসংক্রান্ত বিষয়। আপাতত যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যাপক অনুসারী আছে—এমন পেজগুলোর ক্ষেত্রে অনুমোদন প্রয়োজন হবে।


এ ছাড়া পেজটি কোন দেশ থেকে তৈরি, তার লোকেশন বা অবস্থান অবশ্যই উল্লেখ করতে হবে। কোনো পেজ যদি মার্জ করা হয় বা পরস্পরের সঙ্গে যুক্ত করা হয়, তাও দেখার সুবিধা থাকতে হবে।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, যাঁরা ফেসবুক পেজ চালান বা ব্যবস্থাপক হিসেবে কাজ করেন, তাঁদের ক্ষেত্রে কিছুটা কঠোর হতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। পেজে পোস্ট দেওয়ার ক্ষেত্রে তাঁদের নির্দিষ্ট কিছু নিয়মনীতির মধ্যে থাকতে হবে। তাঁদের এখন টু-ফ্যাক্টর অথেনটিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং কোনো কিছু পোস্ট করার আগে তাঁদের অবস্থান (প্রাইমারি হোম লোকেশন) ফেসবুককে নিশ্চিত করতে হবে।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ভুয়া খবর প্রকাশ ঠেকানোর লক্ষ্য নিয়ে তারা এ প্রক্রিয়া চালু করছে। হ্যাক হওয়া অ্যাকাউন্টের বিরুদ্ধেও এতে ব্যবস্থা নেওয়া যাবে। জোর করে অনুমোদনের এ প্রক্রিয়া চলতি মাসের শেষ দিকে শুরু হবে।